আমাদের মূল্যবোধ
Previous শিল্প ও সংস্কৃতি আমাদের কমিউনিটিগুলোর অন্তর্নিহিত ও সুস্পষ্ট প্রকাশ। Next
শিল্প ও সংস্কৃতি একই সঙ্গে দৃশ্যমান ও অদৃশ্য এবং কমিউনিটির কর্মতৎপরতার তরল। এগুলো শেখা হয়েছে, পূর্বপুরুষদের দ্বারা প্রজন্ম পরসম্পরায় পরিবাহিত এবং জনপরিমÐল দ্বারা বিকশিত। এসব বৈশিষ্ট দেখা যায় তাইকো ডোজেস, মন্দির ও জাদুঘরের মত আমাদের সাংস্কৃতি প্রতিষ্ঠানগুলোতে; সিংহ নৃত্য ও শূকরের রোষ্টের মত আমাদের অনুষ্ঠান ও উৎসবে; এবং আমরা আমাদের এলাকার প্রবীণদের ‘কাপুনা’ অথবা ‘পাউ পাউ’ বলে যে শুভেচ্ছা জানিয়ে থাকি, তার মধ্যে। শিল্প ও সংস্কৃতি আমাদের স্থায়িত্ব ও বিকাশে উজ্জীবনী এবং এটিকে পণ্যে পরিণত করা, আত্মীকৃত বা দখল করে ফেলা উচিত নয়। এসবই হলো প্রতিরোধের, আমাদের একত্রিত করার এবং নতুন ভবিষ্যৎ কল্পনা করার উপায়-পদ্ধতি।
-
“এখানে (ভাঞ্ছা ঘর) আমি আমার সোসাইটির সভা-সমাবেশ আয়োজন করি। আমি তাদেরকে এখানে আমন্ত্রণ জানাই, আমরা এখানে খাওয়া-দাওয়া করি, এখানে বসি, আলাপ-আলোচনা করি। যেসব লোকের কোনো চাকুরি নেই, আমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করি। যাদের রাতে ঘুমানোর জায়গা নেই, আমি তাদের থাকার জায়গা খুঁজে দেই”
নেপালি রেস্টুরেন্ট ভাঞ্ছা ঘরের মালিক যমুনা শ্রেষ্ঠা বলেন।
স্থানীয় অভিবাসীদের মালিকানাধীন ব্যবসাগুলোই কমিউনিটি ও সাংস্কৃতিক উপস্থাপক
-
VEGGI Farmer’s Cooperative
Culturally Rooted Recovery & Workforce Development
-
#DrummingUpPower
-
-
Intergenerational Connections Through Apple Picking
-
InterIm Pig Roast