আমাদের রূপকল্প

আমাদের কমিউনিটিগুলো অনুভব করে যে তারা সম্পৃক্ত রয়েছে।

এএপিআই এবং অন্যান্য অশ্বেতাঙ্গ কমিউনিটিগুলোর জন্য সম্পৃক্ততার রাজনীতি একটি রূপ লাভ করেছে এই দেশের প্রাতিষ্ঠানক বর্ণবাদ ও উপনিবেশবাদ দ্বারা। আমরা যখন আমরা আমাদের লোকদের জীবনের অভিজ্ঞতার প্রতিফলন ঘটিয়ে ও কমিউনিটির মধ্যে যোগাযোগ ও ক্ষমতার বিকাশ ঘটিয়ে সকলকে স্বাগত জানানোর সুবিধা সৃষ্টি করতে পারবো, তখন এএপিআই কমিউনিটি উন্নয়ন আন্দোলন সফল হবে।