আমাদের রীতি

আমাদের দৃষ্টিভঙ্গি ব্যাপক ও সংযুক্ত।

কমিউনিটির উন্নয়নের জন্য প্রয়োজন একটি সামগ্রিক, মানবিক দৃষ্টিভঙ্গি। প্রাণবন্ত, সুষ্ঠু কমিউনিটি সৃষ্টি করতে হলে আমাদের অবশ্যই আন্ত:সংযুক্ত ও ব্যাপক কৌশল ও দৃষ্টিভঙ্গি থাকতে হবে, যাতে বর্ণ, শ্রেণী, সংস্কৃতি এবং অন্যান্য বৈশিষ্টের গন্ডি ভাঙতে পারে এবং শরীকদের সহযোগিতার জন্য একত্রিত করে। আমরা জানার বিভিন্ন উপায়-পদ্ধতিকে সম্মান করি।