২০১৭ সালে এশিয়ান আমেরিকান এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের কমিউনিটি নেতাদের ছোট একটি গ্রæপ একত্রিত হয়ে আমাদের এএপিআই ক্রিয়েটি প্লেসমেকিং লার্নিং সার্কেলের বীজ রোপন করেন। বড় কমিউনিটিগুলোর উন্নয়নের ক্ষেত্রগুলোতে প্রায় ক্ষেত্রেই আলাপ আলোচনা হয় সাধারণ পর্যায়ে, তাতে আমাদের বসবাসের এলাকার সংস্কৃতি ও বাসিন্দাদের জন্য কৌশলগুলোর সমন্বয় কিভাবে সম্ভব তা যথাযথভাবে প্রতিফলিত হয় না।
আমরা এমন একটি অবস্থান গড়ে তোলার জন্য আশা করেছি, যেখানে আমরা আমাদের কাজের সুনির্দিষ্ট বিষয় নিয়ে এবং বর্ণের প্রতিনিধিত্বকারী হিসেবে একে অন্যের সঙ্গে কথা বলতে পারি। কয়েক দফা আলোচনার পর এবং ২০১৯ সালের ন্যাশনাল এনডাউমেন্ট ফর দি আর্টস আওয়ার টাউন অ্যাওয়ার্ড থেকে সমর্থন লাভের পর আনুষ্ঠানিকভাবে ‘লার্নিং সার্কেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। লার্নিং সার্কেল মাত্র কয়েকটি সংগঠন থেকে প্রায় ২০টি কমিউনিটি উন্নয়ন সংগঠন ও শিল্প সংগঠনের যৌথ সংস্থার রূপ নিয়েছে, যেটি দেশজুড়ে এএপিআই কমিউনিটিগুলোর সমানুপাতিক উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিশ্রæতিব্ধ।
“ক্রিয়েটিং প্লেসমেকিং” একটি পরিভাষায় পরিণত হওয়ারও অনেক আগে থেকে আমাদের মত এএপিআইন কমিউনিটি উন্নয়ন সংগঠনগুলো আমাদের কমিউনিটিকে পর্যবেক্ষণ করেছে আমাদের ভৌত ও সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে। আমাদের পদ্ধতিগুলো কমিউনিটির ঐক্যকে শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের বাহন হিসেবে ব্যবহার করে সামাজিক পরিবর্তন ও নীতির পক্ষে প্রচারণা করে, অর্থনৈতিক বিকাশকে চালিত করে এবং আমাদের এএপিআই অবস্থানের মধ্যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে। আমরা বিশ্বাস করি যে আমাদের এলাকা ও অবস্থানগুলো আমাদের জাতির সামাজিক, আধ্যাত্মিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ধারণ করে।
আমাদের কাজ করার মধ্য দিয়ে আমাদের সংগঠনগুলো সংস্কৃতিকে পন্যে রূপান্তর, সংস্কার সাধন ও স্থানান্তর ও ব্যাপক সুযোগকে উপলব্ধি এবং ঐতিহ্যের অনুশীলন পুনরুজ্জীবিত করার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা অর্জন করেছে। এএপিআই জনগোষ্ঠী, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশা করতে আমরা আমাদের অনন্য দৃষ্টিভঙ্গি পোষণ করি। আমরা আমাদের কমিউনিটিগুলোর জন্য একটা নৈকট্যের বোধ সৃষ্টি করছি, যারা দীর্ঘদিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক বর্ণবাদ ও উপনিবেশবাদের দ্বারা বঞ্চিত ছিল। আমাদের রূপকল্প, মূল্যবোধ ও অনুশীলনই সুস্পষ্টভাবে দেখাবে যে আমরা কেন ও কিভাবে টিকে থাকবো এবং আমাদের নিবিড় ও সমানুপাতিক কমিউনিটিগুলোকে গড়ে তুলবো।
এই অনলাইন সুবিধা শুধু একটি উপায় যার মধ্যেমে আমরা কমিউনিটিতে এক সঙ্গে আসছি। আমরা একসঙ্গে শেখার অভিযাত্রা শুরু করেছি ২০১৯ সালের অক্টোবর মাসে হাওয়াই এর হিলো থেকে, যেখানে আমরা সাংস্কৃতিক উদারতা ও গ্রহণযোগ্যতার দৃষ্টান্ত প্রত্যক্ষ করেছি। ২০২০ সালের মার্চ মাসে আমাদের লার্নিং সার্কেল পুনরায় স্যান ফ্রান্সিকো’র চায়না টাউনে মিলিত হয় সংস্কারের হুমকির পরিপ্রেক্ষিতে নেইবারহুডগুলোতে সমতার ভারসাম্য সৃষ্টি করা সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে। তৃতীয় একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে ২০২১ সালের হেমন্তকালে, যেখানে আমরা মিনেসোটার মিনিয়াপলিস/সেন্ট পলে এ আমাদের সহকর্মীদের নেতৃত্বে সম্পন্ন অর্থনৈতিক উন্নয়ন কর্ম থেকে শিক্ষা গ্রহণ করবো।
একসঙ্গে শেখার সুযোগ সীমাহীন। আপনি যদি আমাদের সঙ্গে যোগদান করতে, অথবা একজন সহযোগী হিসেবে আমাদের কাজকে সমর্থন করতে আগ্রহী হন, অনুগ্রহ করে এই ইমেইলে যোগাযোগ করুন: info@nationalcapacd.org
এএপিআই ক্রিয়েটিভ প্লেসমেকিং লার্নিং সার্কেল হচ্ছে ন্যাশনাল কোয়ালিশন ফর এশিয়া প্যাসিফিক আমেরিকান কমিউনিটি ডেভেলপমেন্ট (CAPACD) এর একটি উদ্যোগ, যার বিকাশ ঘটেছে আমাদের সদস্যদের অংশীদারিত্বে এবং ন্যাশনাল এনডাওমেন্ট ফর দি আর্টস, নেইবারওয়ার্কস আমেরিকা ও দ্য ক্রেসগি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায়। এছাড়া অন্যান্য সহযোগিতা করেছে লোকাল ইনিশিয়েটিভ সাপোর্ট কর্পোরেশন, পলিসি লিঙ্ক ও আর্টপ্লেস আমেরিকা।