“এখানে (ভাঞ্ছা ঘর) আমি আমার সোসাইটির সভা-সমাবেশ আয়োজন করি। আমি তাদেরকে এখানে আমন্ত্রণ জানাই, আমরা এখানে খাওয়া-দাওয়া করি, এখানে বসি, আলাপ-আলোচনা করি। যেসব লোকের কোনো চাকুরি নেই, আমি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করি। যাদের রাতে ঘুমানোর জায়গা নেই, আমি তাদের থাকার জায়গা খুঁজে দেই”